আলমডাঙ্গায় ১২ গ্রামের ৬শ পরিবারে খুশি ছড়িয়ে দিল মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন

আলমডাঙ্গা উপজেলার ১২টি গ্রামের ৬শ দরিদ্র পরিবারকে ঈদ শুভেচ্ছা উপহার পাঠিয়েছে মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন। ঈদুল ফিতরকে সামনে রেখে মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন মানবিক সেবার আওতায় ১১ মে এ উপহার সামগ্রী বিতরণ করেছে। পবিত্র রমজানকে সামনে রেখেও এ সংগঠন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রতিষ্ঠার পর মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন ৫ম বারের মত হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে মানবিক সেবার অংশ হিসেবে ঈদ উপহার প্রদান করলো। ফাউন্ডেশনের দেশি বিদেশী সদস্যদের আর্থিক অনুদান ও স্থানীয় সদস্যদের সার্বিক সহযোগিতায় এ মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজিম ও ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ড. মাসুদ পারভেজ“র আর্থিক সহায়তায় এবারের ঈদ উপহার বিতরণ করা হয়।
স্থানীয় সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন বশিরুল আলম, আশরাফুল আলম, নাজমুল হুদা, এস.কে ওয়াহেদ, বিজেশ কুমার রামেকা, মাকানুর রহমান প্রমুখ।