আলমডাঙ্গায় প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৯, ২০২১
153
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গায় কোভিড-১৯ সংক্রমনে চলমান লকডাউনে দুঃস্থ মানুষের মাঝে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ৯ মে আলমডাঙ্গা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৫০ জন দুঃস্থ মানুষের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
মানবিক সহায়তা প্রধান অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন।
উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. বায়েজিত খন্দকারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামশুজ্জোহা, আব্দুল মজিদ, নাসির উদ্দিন, শহিদুল ইসলাম, মোছাব আলী, ভিএফএ সোহাগ আলী প্রমুখ।