আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ

আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নে ঈদুল ফিতর ও মহামারি করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। ৬ মে বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্তরে ৫শ ৫৫টি পরিবারের মাঝে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৪শ ৫০ টাকা করে বিতরন করেন।
প্রধান মন্ত্রীর উপহার বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম। এসময় তিনি বলেন, সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। প্রতিবেশি বা পরিবারের কোন ব্যক্তির মাঝে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ দিতে হবে। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবসার করতে হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। অসহায় গরীব দুঃখি মানুষের সরকার। আমাদের প্রধান মন্ত্রী আপনাদের জন্য মহামারি করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলা ও ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার পাঠিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুহুল কুদ্দুস, ওজিফা খাতুন, বদর উদ্দিন, রাশেদা খাতুন, খেদ আলী, রবিউল ইসলাম, সাঈদ হোসেন, নিলুফা খাতুন, ফকির চাঁদ, আরিফুল ইসলাম, রাজিয়া খাতুন, আব্দুল গফুর, ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা আনিস মেম্বার, মকবুল হোসেন, পানুয়ার মোল্লা, জহুরুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।