আলমডাঙ্গায় ডাক্তার দম্পত্তির শিশু কন্যার মৃত্যু: পরিবারে শোকের ছায়া

ডাক্তার দম্পতির সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন ৮ মাস বয়সি শিশুকন্যা সাফওয়ানা বিনতে ইমরান (ইন্নালিল্লাহি……রাজিউন)। ২ মে দিনগত রাত ৩টার দিকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাফওয়ানা বিনতে ইমরান মৃত্যু বরণ করেন।
জানাগেছে, আলমডাঙ্গার শেফা ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু সালেহ মো: ইমরান ও উপসহকারী মেডিকেল অফিসার ডা: নাজমুন নাহার সোমার মেয়ে সাফওয়ানা মাতৃগর্ভ থেকেই হার্টের ত্রুটি নিয়ে জন্মেছিল। সাফওয়ানা বিনতে ইমরান ডাক্তার দম্পত্তির কনিষ্ঠ কন্যা। দীর্ঘ ৮ মাস শিশুকন্যা সাফওয়ানা বিনতে ইমরানকে দেশের বিভিন্ন হার্ট বিশেজ্ঞদের নিকট চিকিৎসা করান।
গত ২ মে বেলা সাড়ে ১২টার থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সফল অস্ত্রপাচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়। পরে রাত ৩টার দিকে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাফওয়ানা বিনতে ইমরানকে মৃত বলে ঘোষনা করেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
সকাল ১১টার দিকে সাফওয়ানা বিনতে ইমরানের লাশ নিজ বাড়ি আলমডাঙ্গা কলেজপাড়ায় নিয়ে আসে। বাদ যোহর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে জানাজার নামাজ শেষে দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়।
সাফওয়ানা বিনতে ইমরানের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট শিশুটির দাদা উপসহকারী মেডিকেল অফিসার ডা: গোলাম জাকারিয়া খালিদ তপন সকলের নিকট দোয়া কামনা করেছেন।