গাংনীতে ইয়াবা সহ ইউপি সদস্য গ্রেফতার

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ইয়াবা সহ সাইদুর রহমান মিলন (৪৭) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার বিকাল ৩ টায় উপজেলার বামুন্দী বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইদুর রহমান মিলন মটমুড়া ইউনিয়ন পরিষদের ১ ওয়ার্ডের সদস্য ও চরগোয়াল গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক আব্দুল মান্নান জানান, সাইদুর রহমান মিলন নামের এক ব্যক্তি তার নিজ দোকানে ইয়াবা নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদ্রক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় সোপর্দ করা হবে।
ৎতিনি আরো জানান, সাইদুর রহমান মিলনের নামে একটি মাদকের মামলা চলমান রয়েছে। এছাড়া একটি অস্ত্র মামলায় আদালত তাকে ১০ বছরের সাজা দেয়। বর্তমানে সে জামিনে রয়েছে।