পুকুরে গোসল করতে গিয়ে শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৩, ২০২১
205
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে রিশান জোয়াদ্দার (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ মে) বিকেলে উপজেলার উমেদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিশান ওই গ্রামের আশরাফুল জোয়াদ্দারের ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় নিশান।
পরে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।