আলমডাঙ্গায় দোকানে পিকআপ ভ্যান দোকানে ঢুকে দোকানী সুমন কর্মকার গুরুতর জখম
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারে দোকানী সুমন কর্মকারকে দ্রæত গতির একটি পিকআপ ভ্যান দোকানে ঢুকে গুরুতর জখম করেছে । ২৯ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গাগামি পিকআপ ভ্যান সুমন কর্মকারের দোকানে ঢুকে পড়ে। এতে সুমন কর্মকারের একটি পা দ্বিখন্ডিত হয়ে মারাত্মক জখম হয়।
জানা গেছে, জেহালার হৈদরপুর গ্রামের বিমল কর্মকারের ছেলে সুমন কর্মকার মুন্সিগঞ্জ বাজারের অগ্রনী ব্যাংকের সামনের তার দোকানে বসে বাঁশের তৈরী জিনিস বেচাবিক্রি করে। প্রতিদিনের ন্যায় গতকালও সন্ধ্যা ৬ টার দিকে দোকানে বসে ছিল। এসময় আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গাগামি একটি পিকআপ ভ্যান দ্রæত গতিতে হঠাৎ তার দোকানের ভেতর ঢুকে পড়ে।
এতে সুমন কর্মকার গুরুতর আহত হন। তার একটি পা ভেঙ্গেচুরে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ দোকানে লোকজন ভীড় করার আগেই পিকআপ ভ্যানের চালক দ্রæত পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঝিনাইদহ-ন-১১-০০৬২ নম্বরের গাড়িটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে।