৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে লকডাউনে ১০ হাজার কর্মহীন পরিবারের মাঝে এমপির উপহার বিতরণের উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ২৫, ২০২১
94
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- করোনায় সর্বাত্মাক লকডাউনে কর্মহীন ও অসহায় ১০ হাজার পরিবারের মাঝে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির দেওয়া উপহার বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সাধরণ সম্পাদক একরামুল হক লিকু, পৌর কাউন্সিলর তোফাজ্জেল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর থানা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহীম খলিল রাজা, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক রাম সরকার, যুবলীগ নেতা রোকনুজ্জামান রিপন, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমীক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফুরজ্জামান খোকনসহ নেতৃবৃন্দ।

এ সময় প্রায় ১ হাজার শ্রমজীবি পরিবারের মাঝে করোনকালীন ঈদ উপহার হিসেবে ৮ কেজি চাউল, ডাউল, তেল ও আলু বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ঝিনাইদহ ও হরিনাকুন্ডু উপজেলা শ্রমজীবি মানুষের মাঝে এ উপহার বিতরণ অব্যাহত থাকবে। সেসময় এমপি সমি বলেন, দেশে হেফাজত ইসলামের তান্ডব ও করোনা মহামারি ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ভুয়সি প্রশাংসা করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram