১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সজিব ও হাসেমকে আটক করেছে ডিবি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ২৫, ২০২১
111
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় সদরের আশরাফপুর গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ী সজিব বিশ্বাস (৩৩) ও হাসেম আলী (২৫)কে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।


শনিবার রাত ১০টার সময় আশরাফুর গ্রাম থেকে তাদেরকে মোটরসাইকেলসহ আটক করা হয়।


আটককৃতরা হলো- মুজিবনগর উপজেলা কোমরপুর গ্রামে মধ্যপাড়ার আবুল বাশার বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাস এবং আকুবরের ছেলের হাসেম আলী।


জানাগেছে, জেলা গোয়েন্দা পুলিশের এস আই মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মাহাতাব উদ্দিন ও এএসআই জসিম উদ্দীন গোপন সংবাদের ভিত্তিতে সদরের আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে আসামী সজিব বিশ্বাস , হাসেম আলী আটক করা হয়। এসময় তাদের দুজনকে তল্লাশি করে ৬০ ( ষাট) পিচ ইয়াবা ও একটি মটরসাইকেলসহ আটক করে। তাদের বিরুদ্ধে মেহেরপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram