করোনায় আক্রান্ত ডিউক হুদার আরোগ্য মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ২৪, ২০২১
138
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
হাটবোয়ালিয়া ব্যুরো: করোনা ভাইরাসে আক্রান্ত ডিউক হুদার আরোগ্য মুক্তির জন্য হাটবোয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে এই দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে আলমডাঙ্গা হাটবোয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসা মসজিদে ডিউক হুদার রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় ধর্মপ্রান মুসুল্লিরা প্রানখুলে খাশদেলে ডিউক হুদার জন্য আরোগ্য মুক্তি কামনা করেন।
ডিউক হুদা গত ১০শে এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় পরে শারীরিক অবস্থা অবনতি ঘটলে আই সি ইউ-তে স্থানান্তর করেন। ৫দিন নিবিড় পরিচর্যায় থাকার পর গতপরশু বৃহস্পতিবার দুপুরে করোনারি ওয়ার্ডে রাখা হয়েছে বর্তমানে শারীরিক অবস্থা উন্নতির দিকে।
ডিউক হুদা দেশবাসী এলাকাবাসী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া চেয়েছেন।