৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আর দেখা মিলবে না সকলের পরিচিত মুখ আলমডাঙ্গা বাস টার্মিনালের জনি পাগলকে

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১৯, ২০২১
127
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আজ থেকে আর দেখা মিলবে না আলমডাঙ্গা বাস টার্মিনালের জনি পাগলের মুখ। আলমডাঙ্গার পৌর বাস টার্মিনালের সকলের পরিচিত সদাহাস্যজ্জ্বল ও আলাপী মানুষ হিসেবে জনপ্রিয় জনি পাগল আর নেই (ইন্না লিল্লাহি ---রাজিউন)। ১৯ এপ্রিল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ বাড়ি পারদূর্গাপুর গ্রামে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর। প্রায় তিন মাস ধরে লিভার রোগে আক্রান্ত নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।


জানাগেছে, কুমারী ইউনিয়নের পারদূর্গাপুর গ্রামের মৃত কচিম উদ্দিনের ছেলে জনি উদ্দিন। ছোট বেলা থেকেই সে মোটর যান জগতে চলাফেরা শুরু করে। জনি প্রতিবদ্ধি হলেও সেই ছোট বেলা থেকেই আলমডাঙ্গা বাস টার্মিনালে কাজ করতো। জনি বাস টার্মিনালেই থাকতো। সে ছিল সকলের প্রিয় জনি পাগল। সবসময় তার মুখ ছিল হাস্যউজ্জ¦ল। বেশ কিছুদিন ধরে জনি অসুস্থ ছিল। আলমডাঙ্গা মোটর মালিক ও শ্রমিকরা তাকে চিকিৎসা করে বাড়িতে রেখে আসে। গত কয়েকদিন আগে আবারও জনি অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করা হয়।

১৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ বাড়িতে মৃুত্যু বরণ করে। তার মৃত্যু সংবাদ আলমডাঙ্গা শহরের আকাশ বাতাস ভারি হয়ে উঠে। সকলেকে বলতে শোনা যায় আর জনি পাগলকে টার্মিনালে দেখা যাবে না। শেষ বারের মত একবার দেখতে শহর থেকে জনির নিজ গ্রাম পারদূর্গাপুর ছুটে যান মোটর মালিক ও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরাসহ অনেকে। রাত ১০ টায় নিজ গ্রামের জানাযার নামাজ থেকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যু কালে স্ত্রী, একটি মাত্র মেয়ে সন্তান ও নাতি নাতনিসহ আত্মীয় স্বজন রেখে গেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram