গাংনীতে গরিবের বসত ঘরে আগুন, ভস্মীভূত সব মালামাল
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর গোলাম বাজার মসজিদের নিকটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার পুনে দুইটার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় অগ্নিকান্ডে প্রায় ৮থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী জানায়,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।এলাকাবাসী জানতে পেরে দ্রুত আগুন নেভানোর জন্য দৌড়ে আসে।আগুন নেভানোর পূর্বেই সব পুড়ে ছাই হয়ে যায়।পরিবারটা বড় অসহায় হয়ে পড়েছে।আগুনে আবেদ আলী ও জমশেদ আলীর বাড়ি থেকে আব্দুর রাজ্জাক ও আব্দুস সালামের বাড়িতে ছড়িয়ে পড়ে।তাদেরও সামান্য ক্ষয়ক্ষতি হয়।এই অসহায় পরিবারের দিকে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান করছি।
সাবেক সেনা সদস্য উমেদ আলী জানান,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় পরিবারের ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে।ঘরে থাকা ধান,চাল,গম টাকাসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।বামন্দী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বামন্দী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইসহাক আলী জানান,কাজীপুর গোলামবাজারের নিকট আগুন ধরেছে এমন সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনি।আগুনে ৪টা বাড়ি পড়ে গেছে।বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।