১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মাছের সাথে শত্রুতা! সিংড়ায় দুটি পুকুরে বিষ প্রয়োগে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

প্রতিনিধি :
রাজু আহমেদ
আপডেট :
এপ্রিল ১৫, ২০২১
123
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

রাজু আহমেদ, নাটোর:

নাটোরের সিংড়ায় হামিরঘোষ উচ্চ বিদ্যালয়ের ইজারাকৃত পুকুর ও প্রতিষ্ঠানের সভাপতি আবু ইউসুফ রিপনের পুকুরে বিষ প্রয়োগে ৫/৬ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে। বুধবার গভীর রাতে শত্রুতা মুলক বিষ প্রয়োগ করে আর্থিক ক্ষতির অভিযোগে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আবু ইউসুফ। সকালে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীর পুকুর পরিদর্শন করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২২ এপ্রিল ২০২০ সালে হামিরঘোষ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হন আবু ইউসুফ রিপন। সে সভাপতি হবার পর থেকে স্থানীয় একটি মহল বাঁধা সৃষ্টি করে আসছে।

ইতোমধ্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঐ প্রতিষ্ঠানের পুকুরটি স্থানীয় মৎস্যচাষী হিরোন আলীকে লীজ দেয়া হয়। এমতাবস্থায় বুধবার গভীর রাতে শত্রুতা মুলক একই গ্রামের বাসিন্দা রাজু আহমেদ সহ অন্যান্যদের যোগসাজশে পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহাগ উদ্দিন বিষয়টি খুবই দুংখজনক। শত্রুতামুলক এ কাজটি করা হয়েছে। এ বিষয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন আবু ইউসুফ রিপন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram