২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় লকডাউনের দ্বিতীয় দিনে প্রশাসন কঠোর অবস্থানে

প্রতিনিধি :
রাজু আহমেদ
আপডেট :
এপ্রিল ১৫, ২০২১
164
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার কুমারখালীতে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে চলছে প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর ভূমিকা। সকাল থেকে মোড়ে মোড়ে পুলিশের কঠোর বেষ্টনীতে শতাধিক মোটরসাইকেল ও ভ্যান ও অটোরিকশা আটক করে থানায় নেয়া হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে স্বাস্থ্যবিধি না মানা ও দোকান খোলার অপরাধে জরিমানা করা হয়েছে।

টানা আট দিনের সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন চলছে আজ। প্রথম দিন সরকার ঘোষিত বিধিনিষেধ ঢিলেঢালা ভাবে বাস্তবায়িত হলেও দ্বিতীয় দিনের লকডাউনে পুলিশ রয়েছে কঠোর অবস্থানে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম সকালে কুমারখালী থানা পুলিশের সাথে অবস্থানে থাকা অবস্থায় অনেককে মাস্ক পরিয়ে দেন।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান ও সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম লকডাউন কার্যকর করতে পুলিশ প্রশাসনের সহায়তায় পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন এতে মোট ৬টি মামলায় ৪ হাজার চারশত টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram