সিংড়ার বিলদহর হাটে নেই কোন সামাজিক দুরত্ব জমে উঠেছে সাপ্তাহিক হাট
প্রতিনিধি :
রাজু আহমেদ
আপডেট :
এপ্রিল ১৫, ২০২১
133
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ডযপটপড্ট | ছবি :
স্টাফ রিপোটার:
নাটোরের সিংড়ার বিলদহর হাটে নেই কোন সামাজিক দুরত্ব ও জমে উঠেছে বিলদহরের সাপ্তাহিক হাট। বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক জনসমাগম ঘটেছে। হাজার হাজার মানুষ হাটে এসেছে ক্রয় বিক্রয় করতে। একদিকে করোনায় সারাবিশ্ব নাকাল, লক্ষাধিক মানুষ মৃত। সামাজিক দুরত্ব মানা হচ্ছে না। শত শত মানুষ মাস্ক ছাড়াই হাটে এসে কেনাকাটা করছে। সর্বাত্মক লকডাউন হওয়ার কথা থাকলেও বিলদহর হাট/বাজারে প্রশাসনের নেই কোন নজরদারী।