মশার তাড়ানোর সাজালের আগুনে ঝলসে গেছে কুমারীর কৃষকের দুটি গরু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ৬, ২০২১
116
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
মশা তাড়ানোর জন্য দেওয়া ধোয়া সাজালের সৃষ্ট আগুনে পুড়েছে আলমডাঙ্গার কুমারী গ্রামের কৃষকের দুটি গরু। মোটাতাজা করা দুটি গরুই আগুনে ঝলসে যাওয়ায় কৃষক আব্দুল হামিদ এখন অসহায় হয়ে পড়েছেন।
জানা যায়, আলমডাঙ্গার কুমারী গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে কৃষক আব্দুল হামিদ দুটি গরু কিনে মোটাতাজা করে আসছিলেন। অন্যান্য দিনের মত ৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় তিনি গোয়াল ঘরে ধোয়া দিয়ে মশা তাড়ানোর জন্য সাজাল জ্বেলেছিলেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাজাল থেকে সৃষ্ট আগুনে গোয়াল ঘর পুড়ে ভস্মিভূত হয়। গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও পুড়ে ঝলসে গেছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের যায় দুটি গরুই।