আলমডাঙ্গা বড়বোয়ালিয়ায় অগ্নিকান্ডে তামাক ঘর ভষ্মিভূত
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া ঘোনাপাড়ায় অগ্নিকান্ডে তামাকঘর ভস্মীভূত হয়েছে। ৬ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বড়বোয়ালিয়া ঘোনাপাড়া মৃত ওয়াজ্জেল মন্ডলের ছেলে আলী একজন তামাক চাষি প্রতিদিনের ন্যয় আলী কৃষি কাজের জন্য মাঠে চলে যায় । সকালে স্বামী মাঠে যাওয়ায় তামাক ঘর জ্বালাতে থাকে স্ত্রী শান্তনা খাতুন। শান্তনা খাতুনের অসাবধানতায় তামাক ঘরের ভিতরে আগুন লেগে যায়। স্ত্রী শান্তনার আহাজারিতে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং আলমডাঙ্গা ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হয়, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তামাক ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
আলী ধার দেনা করে চাষ আবাদ করে এবং পরে তা বিক্রয় করে পরিশোধ করে থাকেন। গ্রাম সুত্রে জানা যায় যে ক্ষতি হয়েছে ৪০ হাজার টাকার মত এখন কৃষক আলী ঋণের বুঝা মাথায় নিয়ে অথৈয় সাগরে পড়েছেন।