আলমডাঙ্গায় ব্ল্যাক বেঙ্গল গোট উন্নয়ন মেলা-২০২১“র আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় ব্ল্যাক বেঙ্গল গোট উন্নয়ন মেলা-২০২১“র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল বেলা ১২টার সময় আলমডাঙ্গা উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে বø্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওয়াতায় এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলার আলোচনা সভা অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনউপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
এসময় বলেন, আড়াই কোটির বেশি ছাগল আছে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে। এর ৯৫ শতাংশই ব্ল্যাক বেঙ্গল। দেশের প্রায় এক কোটি লোক ছাগল পালন করে। একক কোনো প্রাণী পালনের ক্ষেত্রে এটা একটা রেকর্ড। কিন্তু অতি লাভের আশায় অন্য জাতের ছাগলের সঙ্গে এর সংকরায়ণ ঘটানো হচ্ছে। যা বøাক বেঙ্গল গোটের ঐতিহ্য ধ্বংস করে ফেলতে পারে। এ বিশয়ে সচেতন হতে হবে। এটাকে স্বতন্ত্র জাত হিসেবে টিকিয়ে রাখতে হবে। নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে এই জাতটি টিকিয়ে রেখেছে গ্রামের সাধারণ মানুষ। কিন্তু বেশি চালাকেরা অধিক লাভের আশায় সংকরায়ন ঘটাচ্ছে। যারা এই অপকর্মে জড়িত, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহাম্মদ ডন, জেলা পরিষদ সদস্য মিজাানুর রহমান মিজান, উপজেলা সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মিয়ারাজ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।
প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. বায়েজিত খন্দকারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মজিদ, শামসুজ্জোহা, শহিদুজ্জামান, মুসাব আলী, বø্যাক বেঙ্গল খামারী নাজেরা খাতুন, আলিয়া খাতুন, রুশিয়া খাতুন, শেফালি খাতুন, রাজু মিয়া, মরিয়ম বেগম, মনোয়ারা খাতুন, আব্দুর রাজ্জাক, বেদানা খাতুন প্রমুখ। মেলা অংশ গ্রহণকারী খামারীদের মধ্যে ১ম পুরস্কার বিজয়ী পারকুলা গ্রামের মুক্তা খাতুন ও ২য় পুরস্কার বিজয়ী বেলগাছী গ্রামের ফারুক হোসেন।