গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে রাফিন হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামের এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
রাফিন হিজলবাড়িয়া গ্রামের আকাশ আলীর ছেলে। স্থানীয়রা জানায়,রাফিন হোসেনকে সাথে নিয়ে তার মা বাড়ির পার্শে একটি পুকুরে গোসল করতে গিয়ে আকস্মিক ডুবে নিখোঁজ হন। খুঁজে পাওয়ার পরপরই উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গাংনী হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক পারভেজ হোসেন জানান,শিশু রাফিন হোসেনকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। বামুন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার ইছাহাক আলী জানান,ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গ্রামে সচেতনা মুলক কার্যক্রম চলমান রয়েছে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,পানিতে ডুবে শিশু রাফিনের মৃত্যু’র ঘটনা শুনেছি, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।