আলমডাঙ্গায় ছাত্রলীগকে সুসংগঠিত করতে আলোচনা সভা
আলমডাঙ্গায় ছাত্রলীগকে সাংগঠনিক ভাবে সুসংগঠিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ বিকালে ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ছাত্রলীগ লিংকন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন।
এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া আন্দোলন সংগ্রামের মহাকাব্যিক পথচলার গর্বিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছরে, সারাদেশের সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ।
আলোচনা প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর আলাল আহমেদ। বিশেষ অতিথি আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সাবেক কলেজ ছাত্রলীগের আহব্বায়ক সোহেল রানা শহিন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও তরুন সমাজসেবক জাহাঙ্গীর আলম টিংকু, লিমন মোল্লা, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমান, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আলম হোসেন, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক মুবাসসির আলম আলো, উপ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা।
ছাত্রলীগ নেতা রফিকুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ফারুক, উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব আহমেদ রকি, মেহরাব হোসেন সজিব, পৌর ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সৈকত, হৃদয় আহমেদ টিটন, কলেজ ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল অটল, রঞ্জু আহমেদ রুবেল, সুরুজ, ছাত্রলীগ নেতা শুভ, ইমরান, সোনা মিয়া, রাকিব মুন্সি, মামুন মুন্সি প্রমুখ।