৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘নন-ক্যাডার’ পরীক্ষা স্থগিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ৩১, ২০২১
107
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চলতি বছরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে এবার ‘নন-ক্যাডার’ একটি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত সোমবার পিএসসি এক সিদ্ধান্তে ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা স্থগিত করেছিল।

পিএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর ঊর্ধ্বমুখী সংক্রমণের পরিস্থিতিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) ফটো টেকনিশিয়ান পদে প্রার্থীদের ৬ এপ্রিলে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হলো

গত সোমবার ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা স্থগিত করে একইভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ যথাসময়ে জানানো হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram