টাঙ্গাইল কালচারাল অফিসার হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ৩১, ২০২১
126
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
ঝিনাইদহ জাহিদুর রহমান তারিকঃ টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে শিল্পকলা একাডেমীর সামনে এ কর্মসূচীর আয়োজন করে জেলা কালচারাল অফিস। এতে ব্যানার ফেস্টুন নিয়ে কালচারাল অফিসের কর্মচারী, প্রশিক্ষক, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যাকারীদের শাস্তি ও ব্রাহ্মনবাড়িয়ায় শিল্পকলা একাডেমী ভাংচুরের প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবি জানান।