আলমডাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ অপচেষ্টার অভিযোগ চাচাতো ভাসুর কারিবুলের বিরুদ্ধে
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ৩০, ২০২১
90
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গার শ্রীরামপুরে ভাবিকে ধর্ষণ অপচেষ্টার অভিযোগে চাচাতো ভাসুর কারিবুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগসূত্রে জানা যায়, আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে কারিবুল তার বুদ্ধিপ্রতিবন্ধী চাচাতো ভাই রাশেদুল ইসলামের স্ত্রীকে ধর্ষণের অপচেষ্টা করেছেন।
প্রায় ১ মাস পূর্বে বাড়িতে কেউ না থাকার সুযোগে কারিবুল ভাবিকে ধর্ষণের অপচেষ্টা করেন। এ বিষয়টি জানাজানি হলে প্রায় ১ মাস ধরে গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা করা হয়। গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে গতকাল ৩০ মাস নির্যাতনের শিকার গৃহবধু থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।