আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সংগঠনকে ঐক্যবদ্ধ করতে কর্মি সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সংগঠনকে ঐক্যবদ্ধ করতে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ সন্ধ্যায় গোবিন্দপুর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল হক তবার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন। এসময় তিনি বলেন ‘আওয়ামী লীগকে বাঁচাতে হলে সাচ্চা নেতা-কর্মী লাগবে। ত্যাগী নেতা-কর্মীদের বাঁচাতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হবে। উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে শেখ হাসিনাকে বারবার প্রধানমন্ত্রী দরকার। এ জন্য আমাদের অতিথি পাখি, মৌসুমি পাখির দরকার নেই।
প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফার”ক, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য জেলা পরিষদের সদস্য আবু মুসা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভ্পাতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক।
ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন,কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সাকা, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবীর সেলিম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, শ্রম সম্পাদক সাগর, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে দেলোয়ার মোল্লা, পরিমল কুমার কালু ঘোষ, পৌর আওয়ামীলীগের সদস্য জহুর”ল ইসলাম ঝন্টু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হায়দার আলী, মোশারেফ হোসেন, মন্টু, বাবু, কাদের, মুসা, ছোট বুড়ো, মানিক, শহিদুল, মহিলা আওয়ামীলীগের সভাপতি সুফিয়া খাতুন, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আলম হোসেন, ছাত্রলীগ নেতা সৈকত প্রমুখ।