আলমডাঙ্গায় উন্নয়ন মেলার সমাপনি অনুষ্ঠান
উন্নয়নশীল বাংলাদেশের মর্যাদা অর্জন উপলক্ষে বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” প্রতিপাদ্য করে সারা দেশের মত আলমডাঙ্গায়ও উন্নয়ন মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ বিকাল ৫টায় উপজেলা মঞ্চে সমাপনি আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সমাপনি অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি হুমায়ন কবীর, পুলিশ পরিদর্শক অপারেশন দেবব্রত রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার হোসেন শহীদ সোহরওয়ার্দী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, এসএম আলমগীর শফিউল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন , শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মিয়ারাজ হোসেন, খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলামজনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুজ্জামান, আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা শায়লা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা, মাখছুরা জান্নাত, তথ্য সেবা কর্মকর্তা সিগ্ধা দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।