২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে আমডাঙ্গায় মেলার উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২৭, ২০২১
182
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়কে প্রতিপাদ্য করে সারা দেশের মত আলমডাঙ্গায়ও উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বেলুন উড়িয়ে ও ফিতা কেটে দুদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

সরকার যে কাজগুলো করেছে এবং ভবিষ্যতে যে কাজগুলো করতে যাচ্ছে, তা সম্পর্কে জনগণকে ধারণা দিতেই এ মেলার আয়োজন। এর পূর্বে সকাল ১০টায় উপজেলা এরশাদ মঞ্চ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি হুমায়ন কবীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়া উদ্দিন আহম্মেদ হাদী, পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডা. সাহাবুদ্দিন আহমেদ সাবু, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ নুর মোহাম্মদ জকু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার হোসেন শহীদ সোহরওয়ার্দী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, এসএম আলমগীর শফিউল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আখি, আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা অফিসার আফাস উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মিয়ারাজ হোসেন, শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুজ্জামান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা শায়লা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা, মাখছুরা জান্নাত, তথ্য সেবা কর্মকর্তা সিগ্ধা দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram