মেহেরপুরে দারুচিনি রেস্টুরেন্টের যাত্রা শুরু
মেহেরপুর প্রতিনিধি ॥ চন্দ্রবিন্দু প্রতিষ্ঠানের আরো একটি নতুন উদ্যোগ দারুচিনি রেস্টুরেন্টের যাত্রা শুরু হলো। রবিবার বিকালে মেহেরপুর শহরের কামাল মার্কেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম।
এই রেস্টুরেন্টে মনোরম পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন করা হবে ইন্ডিয়ান, থাই এবং চাইনিজ ফুডের সমাহার। আরো থাকছে হরেক ধরনের কফি ও আইসক্রিম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য্য, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজামান দিপু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, সাবেক সভাপতি রুহুল কদ্দুস টিটু, অরণি‘র সভাপতি নিশান সাবের, আইপি প্রশিক্ষক মহিত প্রমূখ।