মাজু মাঠে ব্যবসায়ির ২ লাখ ৬০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাই

আলমডাঙ্গার মাজু মাঠে এক এক্সকাভেটর ব্যবসায়ীর নিকট থেকে ২লাখ ৬০ হাজার টাকা ও মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে সঙ্গবদ্ধ ছিনতাইকারিরা। ২৬ মার্চ শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আবুরী মাগুরা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আলমগীর হোসেন এক্সকাভেটর মেশিন ভাড়া করে বিভিন্ন গ্রামে কন্ট্রাক্ট করে পুকুর কেটে বেড়ান। বেশ কয়েক গ্রাম থেকে পাওনা টাকা আদায় করে রাত ৮টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাজু –বক্সীপুর মাঠের ভেতর পৌঁছলে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারিরা তার গতিরোধ করে সাথে থাকা ২ লাখ ৬০ হাজার নগদ টাকা ও অ্যাপাসি আর টিএ মোটরসাইকেলটি কেড়ে নেয়।
ছিনতাইকালে তিনি বক্সীপুরের এক ব্যক্তিকে চিনতে পেরেছেন বলে দাবি করেছেন।
তবে ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে রাতে একা বাড়ি ফেরার ঘটনাটি অবিশ্বাস্য বলে অনেকে মন্তব্য করেছেন।
ছিনতাইয়ের ঘটনা জানার পর পরই পুলিশ মাঠে নেমেছে বলে থানা পুলিশ জানিয়েছে।