অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
মার্চ ২৫, ২০২১
182
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউপির খংসারদি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ব্রিজের নিচে যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশের ধারণা, ওই যুবককে গাড়িতে করে এনে হত্যাকারীরা ব্রিজের উপরে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ফেলে পালিয়ে যান।
নিহত যুবকের গায়ে টি শার্ট, জিন্সপ্যান্ট ও পায়ে কেডস পরিহিত ছিল। মুখে ছোট ছোট দাড়ি রয়েছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহ পরিচয়ের জন্য কাজ করছে পুলিশ।