৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর উপর অভিমান করে বিষপানের ৪দিন পর মারা গেলেন আলমডাঙ্গা পারকুলার রুবেল

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২৪, ২০২১
105
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্ত্রীর উপর অভিমান করে বিষপানের ৪দিন পর মারা গেলেন আলমডাঙ্গা পারকুলার রুবেল। গত ২০ মার্চ সকালে শশুর বাড়ি থেকে এসে রুবেল বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। ২৪ মার্চ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে নিয়ে রাজশাহী নেওয়ার জন্য বাড়ি নিয়ে আসলে সে মারা যায়।


জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের শাহজামালের ছেলে রুবেল হোসেন(২৫) ২/৩ বছর আগে মিরপুর উপজেলার মালিহাদ গ্রামে বিয়ে করে। গত ১৯ মার্চ তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। ওই দিনই রুবেল তার কন্যা সন্তানকে দেখতে যায় শশুর বাড়ি। কন্যা সন্তান দেখে বাড়ি এসেই সে বিষ পান করে। রুবেলের বিষ খাওয়ার বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাকে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী নিয়ে ভর্তি করে। সেখান থেকে ২১ মার্চ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুষ্টিয়ায় ২ দিন চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কা জনক হলে তাকে রাজশাহি নিয়ে যেতে বলেন।

রাজশাহী নিয়ে যাওয়ার জন্য ২৪ মার্চ দুপুরে বাড়িতে নিয়ে আসার পথে পারকুলা বাজারে উপর এসে মারা যায়। এবিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram