ত্যাগের মনোভাব নিয়ে আদর্শের সাথে নিজেকে গড়ে তুলতে হবে-উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. ডন
দেশ মাতৃকার টানে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন করে আলমডাঙ্গায় ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ বিকালে ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে ষ্টেশনপাড়ায় ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ছাত্রলীগ নেতা নাহিদ তমাল রোমানের আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন।
এসময় তিনি, ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীকে জাতির পিতার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, ‘চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগের মনোভাব নিয়ে আদর্শের সাথে নিজেকে গড়ে তুলতে হবে। করোনা ভাইরাসের ২য় ধাপ মোকাবেলায় ছাত্রলীগদের সাধারন মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পড়ে ঘরের বাইরে বের হওয়ার জন্য সেচ্ছাসেবকের কাজ করতে হবে।
আলোচনা প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর আলাল আহমেদ। সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমান, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আনিসুজ্জামান রিমন, কলেজছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক মুবাসসির আলম আলো, উপ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, কলেজ ছাত্রলীগ নেতা ইছানুর কবীর ।
ছাত্রলীগ নেতা জুবায়ের আল মাহমুদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব আহমেদ রকি, আব্দুল্লাহ আল সাকিব, মেহরাব হোসেন সজিব, পৌর ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সৈকত, হৃদয় আহমেদ টিটন, কলেজ ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল অটল, ইমন, মাহফুজ, শিহাব, সোয়েব, পলাশ, অন্তর, জামির”ল, আসিফ, সাজিম, সাবিত, যুবলীগ নেতা রাহাবুল, আফজার, সরোয়ার প্রমুখ।