আলমডাঙ্গায় ছাত্রলীগের আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন
ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যানে কাজ করার প্রত্যয় নিয়ে আলমডাঙ্গায় ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বিকালে ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন।
এসময় তিনি বলেন, ছাত্রলীগ জাতির পিতার হাত ধরে প্রতিষ্ঠা লাভ করেছে। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। করোনা ভাইরাসের ২য় ধাপ মোকাবেলায় ছাত্রলীগকে সাধারন মানুষের পাশে থেকে কাজ করতে হবে। গত বছর করোনার মধ্যে ছাত্রলীগ সামাজিক কাজ করে প্রশংসা কুঁড়িয়েছে। এ বছরও সেই ভাবে কাজ করতে হবে। আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছি। দেশরতেœর নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো।
আলোচনা প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর আলাল আহমেদ। সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমান, কলেজছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক মুবাসসির আলম আলো, উপ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর ।
ছাত্রলীগ নেতা তারেক মনোয়ার হৃদয়ের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব আহমেদ রকি, আব্দুল্লাহ আল সাকিব, মেহরাব হোসেন সজিব, পৌর ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সৈকত, হৃদয় আহমেদ টিটন, শাহরিয়ার কবির শিহাব, নাহিদ তমাল রোমান, কলেজ ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল অটল, ছাত্রলীগ নেতা তারিফ হাসান, সাকিব, ইমন, জামিরুল, সাব্বির, রাসেল, মাহফুজ, চঞ্জল, যুবলীগ নেতা আরিফ, হাসান, সবুজ হোসেন প্রমুখ।