বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলমডাঙ্গা সরকারি কলেজে আলোচনা সভা

আলমডাঙ্গা সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ বিকালে আলমডাঙ্গা সরকারি কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম সরোয়ার মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও আলমডাঙ্গা সরকারি কলেজের সভাপতি পুলক কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু। আলমডাঙ্গা
সরকারি কলেজের প্রভাষক তাপস রশীদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আবু মোনায়েম, মামুন রেজা, মহিতুর রহমান, সাইদুর রহমান, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহসভাপতি রহমান মুকুল, জামসিদুল হক মুনি, ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, প্রভাষক রাশেদুল মোমিন, আব্দুল মালেক, আবু সাঈদ, আনোয়ারুজ্জামান, গোলাম মোস্তফা, ডঃ মহবুব আলম, আমিরুল ইসলাম জয়, সৈয়দ মামুন আল রেজা, জেসমিন খানম প্রমুখ।