ভোটার আইডি কার্ড ঠিক করতে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসের ঘুষ দাবি
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২০, ২০২১
149
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের লাউদিয়া গ্রামের মৃত আলীমদ্দিনের স্ত্রী সালেহা বেগম। বয়স তার পাক্কা ৬০ বা ৬৫ বছর। কিন্তুু ভুল বশত; ভোটার আইডি কার্ডে সালেহার বয়স ৩৫ বছর।
ভোটার আইডি কার্ডের বয়স অনুযায়ী তিনি বয়স্ক ভাতাসহ সরকারি কোনো সুযোগ সুবিধাই পাচ্ছেন না মর্মে জানিয়েছেন বয়স্কা নারী সারেহা বেগম। যখন ভোটার আইডি সংক্রান্ত গ্যাড়াকলে পড়ে দিকবিদিক হারিয়ে সালেহা বেগম ছুটে যায় ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসে। তখন নির্বাচন অফিস থেকে তাকে দুই হাজার টাকা হলে তার আইডি কার্ড ঠিক করা হবে বলে সাফ জানিয়ে দেয়া হয়।
"আমি গরীব মানুষ ভিক্ষা করে দিনাতিপাত করি আমি এক মোটে দুই হাজার টাকা কোথায় পাব"? বলে সাংবাদিকের নিকট অভিযোগ করে জানান বয়সের ভারে নুয়ে পড়া সালেহা বেগম। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার কথা বলতে রাজি হননি।