দেশ ও জনগণের কল্যানে কাজ করার প্রত্যয় নিয়ে আলমডাঙ্গায় ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

দেশ ও জনগণের কল্যানে কাজ করার প্রত্যয় নিয়ে আলমডাঙ্গায় ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বিকালে ১ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে ওয়াদা মাঠে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শান্তর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া আন্দোলন সংগ্রামের মহাকাব্যিক পথচলার গর্বিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছরে, সারাদেশের সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী জাতির পিতার আদর্শ ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাব।
আলোচনা প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর আলাল আহমেদ। সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমান, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আনিসুজ্জামান রিমন, কলেজছাত্রলীগের প্রচার সম্পাদক মোসাব্বির আলম আলো, উপ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা।
কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব আহমেদ রকি,মেহরাব হোসেন সজিব, আব্দুল্লাহ আল সাকিব, পৌর ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সৈকত, হৃদয় আহমেদ টিটন, শাহরিয়ার কবির শিহাব, নাহিদ তমাল রোমান, এসকে শাকিল, কলেজ ছাত্রলীগ নেতা অটল, ইমন, গালিব, মাসুদ, আসিফ, চঞ্চল, শিহাব, সাব্বির, রুদ্র প্রমুখ।