আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবন অপরাধে জেল ও জরিমানা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৯, ২০২১
109
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে মুন্সিগঞ্জ অঘন্নাথপাড়ার তারিকের জেল ও জরিমানা প্রদান করেছেন। ১৯ মার্চ সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মোহাঃ হুমায়ন কবীর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার মুন্সিগঞ্জ অঘন্নাথপাড়ার মৃত মধু সরদারের ছেলে তারিকুল ইসলাম তারিক(৩৬) দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ক্যাম্প পুুলিশের এসআই আছের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তারিককে আটক করে। আটককের পরে তার নিকট থেকে বেশ কিছু গাঁজা উদ্ধার করেন।
পরে উপজেলা সহকারী কমিশনার ভ‚মি এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটকে সংবাদ প্রদান করেন। সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তারিককে ১শ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।