মিরপুরের আসাননগরে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৯, ২০২১
115
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
বাড়াদী প্রতিদিন : মোবাইল কিনে না দেওয়ায় কুষ্টিয়া মিরপুর থানার আসননগরে মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে নিপা নামে এক স্কুলছাত্রী।
জানা গেছে , শুক্রবার বেলা ৪ টার দিকে আসাননগর স্কুল পাড়ার নজরুল ইসলামের মেয়ে হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া নিপা খাতুন মোবাইলে গেম খেলছিলো এ সময় মা গেম খেলতে নিষেধ করে।
মায়ের নিষেধ না শুনে নিপা গেম খেলতেই থাকে এ সময় মা মর্জিনা কাতুন মেয়েকে মারধর করে যার ফলে সে নিজ ঘরে গলায় দড়ি দেয়। এ সময় স্থানীয়রা দ্রুত নিপাকে হারদী হাসপাতালে নিয়ে আাসে। হাসপাতালের চিকিৎসক জানায় হাসপাতালে আসার আগেই সে মারা যায়।