গাংনীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৯, ২০২১
177
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রাম থেকে বােমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে এই বােমা সদৃশ বস্তুটি উদ্ধার করে।
গাংনী থানা পুলিশের এস আই জহির রায়হানের নেতৃত্বে পুলিশের একটিদল এই বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করেছে। এসআই জহির রায়হান বলেন,গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামে একটি বােমা পড়ে আছে বলে খবর পেয়ে সেখানে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করি।
পরে বোমাসদৃশ বস্তুটিকে পানি ও বালি ভর্তি বালতিতে করে থানায় নেয়া হয়েছে।পরীক্ষা করারপর বলা যাবে সেটি বােমা, না অন্য কিছু। কাউকে ভয় ভীতি প্রদর্শনের জন্য এ বস্তুটি ফেলা হতে পারে বলে তিনি জানান।