আলমডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ৩ লাখ টাকা খুইয়েছেন এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা
আলমডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ৩ লাখ টাকা খুইয়েছেন ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা। বর্তমানে অজ্ঞান অবস্থায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জানা যায়, ১৮ মার্চ দুপুরে ইসলামী ব্যাংক লিমিটেডের আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বাজার এজেন্ট ব্যাংকিং এর কর্মকর্তা রোকনুজ্জামান রিপন টাকা উত্তোলন করতে এসেছিলেন ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখায়।
৩ লাখ টাকা উত্তোলন করে তিনি বাসযোগে হাটবোয়ালিয়া বাজারে ফিরছিলেন। যাত্রিবাহি বাসটি হাটবোয়ালিয়া বাজারে পৌঁছে গেলে সকলেই বাস থেকে নেমে গেলেও এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা ঘুমাচ্ছিলেন। পরে বাসের কন্ডাকটর অজ্ঞান অবস্থায় তাকে নামিয়ে সংশ্লিষ্ট হাটবোয়ালিয়া বাজার এজেন্ট ব্যাংকে সংবাদ দেন। পরে তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখনও তার জ্ঞান ফেরেনি।
ইসলামী ব্যাংক লিমিটেডের হাটবোয়ালিয়া বাজার এজেন্ট ব্যাংকিং এর ইনচার্জ কামরুজ্জামান সোহেল জানিয়েছেন, রোকনুজ্জামান রিপন ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখা থেকে ৩ লাখ টাকা উত্তোলন করে ফিরছিলেন। বাসের ভেতর তিনি অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন।