আলমডাঙ্গায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এরশাদমঞ্চে সর্বস্থরের মানুষকে নিয়ে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের উপ-পরিচালক(গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) এ.কে.এম. তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবীর, বীর মুক্তিযোদ্ধা ডা. সাহাবুদ্দিন আহমেদ সাবু, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, ইউপি চেয়ারম্যান কাওছার আহমেদ বাবলু, আব্দুল হালিম, নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, মৎস্য কর্মকর্ত্ াফাতেমা কামরুন্নাহার আঁখি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পল্লি উন্নয়ন কর্মকর্তা শায়লা শারমীন, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপুসহ বিভিন্ন কলেজ ও স্কুলের প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মিসহ কয়েকশ সাধারন মানুষ।