আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
বাড়াদী প্রতিদিন : আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইখতিয়ার উদ্দিন মাষ্টারের উদ্যগে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ৪ টার দিকে বাড়াদী ইউনিয়ন পরিষদ চত্বরে আঠারো খাদায় কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেখ আমিনউদ্দীন মেম্বার, রেজাউল হক মেম্বার, হাসিবুল মেম্বার,আশরাফ মেম্বার, বাবলু মেম্বার,রুহুল আমিন( পোলতাডাঙ্গা), হান্নান মন্ডল, শাহিন, ইদ্রিস,সোহেল,কাশেম,ইকরাম,বদর, মিরাজুল,সিদ্দিক আলী, লিটন, ফিরোজ, রকিবুল বিশ্বাস,অহিদুজ্জামান ফতে, কালু খা, সাহাবুল,বাবুখান,ঝন্টু,মুন্তাহার,নূর হোসেন, আবদুল্লাহ, মোশারেফ হোসেন,আব্দুল মমিন,আবু বক্কর, আবু তালেব,মুনতাজ, পিন্টু রহমান প্রমুখ।
এ অনুষ্ঠানে রুহুল আমিনের (অনুপনগর) পরিচালনায় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী ও মনোনয়ন প্রত্যাশি ইখতিয়ার উদ্দিন মাষ্টার বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।