আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির ১১২ তম সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে আঞ্চলিক মোটর মালিক সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই মোটর মালিক সমিতির আয় ও ব্যয় সম্পর্কে আলোচনা হয়। আলোচনা সভায় আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ¦ মীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সেকেন্দার আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন আঞ্চলিক মোটর মালিক সমিতির সহসভাপতি মিরাজুল ইসলাম, ক্যাশিয়ার রোকনুজ্জামান, আলমডাঙ্গা শ্রমিক ইউনিয়নের ক্যাশিয়ার সাহাবুল হক, মালিক ও সমিতির সদস্য সিরাজুল ইসলাম মিয়া, আবু সাঈদ মিয়া, ইছা মিয়া, মাসুদ মিয়া, আশরাফুল মিয়া, আরিফ, রিপন আলী মিয়া, স্বপন বাবু, পিন্টু, উজ্জল মনা প্রমুখ।
সভায় সভাপতি সহ বক্তরা বলেন - চুয়াডাঙ্গা শহর দিয়ে আসা যাওয়া করার সময় ট্রাফিক পুলিশ সার্জেন্ট কর্তৃক হয়রানির বিষয়টি সকলে তুলে ধরেন। বক্তারা আরো বলেন, যতদ্রæত সম্ভব বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে অবগত করতে হবে এবং ট্রাফিক পুলিশের সার্জেন্টদের সাথে বসে আলোচনা করতে হবে।