আলমডাঙ্গায় স্বাধীনতার ৫০ বছর পালন উপলক্ষে ১০ দিনের নানা কর্মসুচি গ্রহণ
আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর পালন উপলক্ষে প্রস্তুতি সভায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ১৫ মার্চ বিকেলে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় স্বাধীনতার ৫০ বছর পালন উপলক্ষে ১০ দিনের নানা কর্মসুচি গ্রহণ করেছে।
এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম নাহলে আমরা একটি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা পেতাম না। পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের নাম থাকত না। আমরা বাঙালী হিসেবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করবো। সেই সাথে ২৫ মার্চ কালো রাত্রী গনহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ন জয়ন্তি পালন করব। সেই লক্ষে আপনারা উপজেলা, পৌরসভাসহ সকল ইউনিয়নের আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল কমিটি জাকজমকভাবে দিবস গুলো পালন করতে হবে।
প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠন্কি সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ উজ জামান লিটু বিশ^াস, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মজিবর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আলম হোসেন, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, ক্রিড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, ধর্ম সম্পাদক হাজী ঠান্ডু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ শিলু।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, আবু সাঈদ পিন্টু, মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু তাহের আবু, তরিকুল ইসলাম, কাউন্সিলর আব্দুল গাফফার, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, আব্দুল বাতেন , আশিকুজ্জামান ওল্টু, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান চঞ্চল, বিল্লাল গণি, আব্দুর রাজ্জাক, মোল্লা কামরুজ্জামান শামীম, বাহার আলী, দিদার আলী, আইনাল হক, শহিদুল ইসলাম লাল্টু, হায়াত আলী, পৌর আওয়ামীলীগের নির্বাহী সদস্য মহসিন কামাল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে সিরাজুল ইসলাম, কালু ঘোষ, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আলম হোসেন, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রুবেল, রকি, সাকিব, টিটন, সজিব, অটাল, শিহাব প্রমুখ।
পরে উপজেলা, পৌর ও কলেজছাত্রলীগের আয়োজনে আওয়ামীলীগ ও ছাত্রলীগ কেক কেটে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ৭৫ তম জন্মদিন পালন করেন।