গাংনীতে মাদক সহ আটক ২ জন
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৫, ২০২১
125
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন-গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের আসাদুল হক ওরফে লালনের ছেলে শিপলু হোসেন হাফেজ (২৮) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে সেন্টু শাহ্ (৩৫)।
জেলা ডিবি পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম জানান,হোগলবাড়িয়া গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ডিবির এসআই (নিঃ) হাবিবুর রহমান সঙ্গীয় ফাের্স নিয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে দুজনের কাছে ১০ বোতল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য মামলা হয়েছে।