গাংনীতে উত্তম মৎস্য চাষ ও আহরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে উত্তম মৎস্য চাষ ও মাছ আহরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রােববার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি),স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কাে-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সহযােগিতায় প্রশিক্ষণের আয়ােজন করে গাংনী উপজেলা মৎস্য অধিদপ্তর। গাংনী উপজেলার বিভিন্ন এলাকার মাছ চাষীসহ বেকার-যু্বকরা একদিনের এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল সহ অনেকে।
অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হুসাইন আহমেদ স্বপন।