৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধার, মামলা দায়ের

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৪, ২০২১
102
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ইউপি সদস্য’র বাড়ি থেকে একটি বিদেশী ৯ এমএম পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বলুহর ইউনিয়নের হাড়ভাঙ্গা বিদ্যাধরপুর গ্রামের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়ির পাটকাঠির গাদা থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

কোটচাঁদপুর থানার ওসি ওসি মাহবুবুল আলম জানান, বলুহর ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে অস্ত্র ও গুলি আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। এসময় বাড়ি তল্লাশীর এক পর্যায়ে বাড়ির ছাদের উপরে একটি পাটকাঠির গাদা থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি বিদেশী ৯ এমএম পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি জানান, ইউপি সদস্য নজরুল কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি। বিষয়টি নিবিড় ভাবে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন কিছু বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram