১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে তিন নারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৩, ২০২১
182
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

গাংনী প্রতিনিধি :" করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ মার্চ) সকাল ১১ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারর সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রচেক্ট- বাংলাদেশ এর সহযোগীতায় জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম এর আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষা, রাজনীতি ও কর্মসংস্থান এই তিনটি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মেহেরপুরের গাংনীতে তিন নারী নেত্রীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম। জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী সরকারী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রশিদ,গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রিজিয়া খানম, জোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা খাতুন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দিন, সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেম অনুরাগী, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএন পাভেল ও গাংনী প্রেসক্লাবের সদস্য তোফায়েল আহমেদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু, গীতিকার শহিদুল ইসলাম শাওন, ইউনিয়ন পর্যায়ে সম্মাননা প্রাপ্ত নারী নেতৃ ফরিদা পারভিন, আফরোজা খাতুন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গাংনী পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া খানম, রাজনীতিতে বিশেষ অবদান রাখায় নারী নেত্রী নুরজাহান বেগম ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় খুরশিদা খাতুনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,করমদি ডিগ্রী কলেজের প্রভাষক এএসএম সায়েম পল্টু।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram