আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধুদের পূর্নমিলনী
আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধুদের পূর্নমিলনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ আলমডাঙ্গা সরকারি কলেজমাঠে বন্ধুদের পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বন্ধুদের পূর্নমিলনী উপলক্ষে সকালে র্যালি, আলোচনাসভা, সংগীত অনুষ্ঠান ও লটারী অনুষ্ঠান করেন।
বন্ধুদের পূর্নমিলনী অনুষ্ঠানে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধুদের সংগঠনের সভাপতি মারুফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের এআইজি পুলিশ হেডকোয়ার্টার মীর আবু তৌহিদ রেন্টু।
বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধুদের সংগঠনের সহসভাপতি মতিয়ার রহমান ফারুক।
সাধারন সম্পাদক ইশতেশাম সোহেলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন শাহিন রেজা, রাজিব আহমেদ, মামুনুর রহমান, আমরাম হোসেন,রনি, লিংকন, জাহাঙ্গীর মন্ডল, রানা, সোহেল, মনা, রায়হান, মোস্তফা, নিখিল, মকবুল, আলম, ডা. সজীব, রুমন, সুমন, নসর, মাহীদ খান, রিপন, তোতা, ছোট বাবু, রাজু, লুৎফর, সাব্বির, লিমন, ইমাদুল, আলী, রাজাবুল, জামাল, ফিরোজ, নাজমুল, মজিবর, বাদল, মুকুল, জিনারুল, জব্বার, পিকু, হাসিব, কিশোর, মিলনসহ এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের সকল বন্ধুরা।