আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে শিশিরদাইড় গ্রামের গাঁজা ব্যবসায়ী আকমল আটক

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে শিশিরদাইড় গ্রাম থেকে ৫শ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী আকমলকে আটক করেছে। ১১ মার্চ গভীর রাতে আকমলের নিজ গ্রাম থেকে তাকে আটক করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার আইলহাস ইউনিয়নের শিশিরদাইড় গ্রামের আলী হোসেনের ছেলে আকমল হোসেন(৪৫) দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রয় করে আসছিল। সে বিভিন্ন এলাকা থেকে ২/৩ কেজি করে গাঁজা ক্রয় করে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে। ১১ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার পুলিশ পুরিদর্শক তদন্ত দেবব্রত রায়, এসআই্ কামরুল ইসলাম, এসআই আমিনুল হক, এএসআই সাহাবুদ্দিন লস্কর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানকালে গাঁজা বিক্রয়কালে আকমলকে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করে। আটকের পর তাকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, আলমডাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে আমরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছি। ১১ মার্চ রাতে শিশিরদাইড় গ্রামে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ আকমল নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামী আকমলকে আদালতে সোপর্দ করা হয়েছে।