আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেল স্টেশনের পাশে থেকে ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। ওই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি পুলিশ। ১১ মার্চ শুক্রবার বিকালে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কেটে যুবকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ২৪/২৫ বছরের বোবা কালা পাগল অজ্ঞাত যুবক মুন্সিগঞ্জ রেল স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিল। সফুরা নামের এক মহিলা তাকে ডেকে ভাত মাছ খেতে দেয়।
দুপুরের খাবার খেয়ে বের হয়ে আপন খেয়ালে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিল সে। বিকাল সাড়ে ৪ টার দিকে মুন্সিগঞ্জ রেল স্টেশনের অদুরে ১৪৮/০ পিলারের নিকট ডাউন লাইনে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই নরেশ চন্দ্র রায় লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে কুষ্টিয়া পোড়াদহ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে পুলিশ সূত্রে জানায়।
মৃত অজ্ঞাতনামা যুবক হালকাপাতলা শ্যামলা চেহারা, পরনে কালো টাওজার ও নীল রঙের জার্সি ছিলো।